আমি কি শুধুই সাক্ষী?
যা করার সেই করে?
সেই বাঁচে সেই মরে?
জীবন মরণ রূপান্তরের
আমি কি শুধুই সাক্ষী?
না না তা নয়।
তাই কখনও হয়?
হতেও পারে না তা।
আমিও বাঁচি আমিও মরি,
ছাড়বো না আমি রূপান্তরের
কণাটুকুরও অংশীদারী ।
শুনলে কিছু?
বুঝলে কিছু?
এটাই মায়া
প্রতি আমির মাথাপিছু ।