যা চলে যায়
তা কি আসে ফেরত?
আসে,
আসে অবশ্যই ফিরে,
এই জীবন সমুদ্র তীরে,
বারে বারে প্রতিবারে।
শুধুই ঢেউ হয়ে কখনও
কখনও বা ঝিনুক।
মুক্তোর লোভে অপেক্ষা শুধু গোনে দিন।
আর হতাশ ঢেউ
ফিরে যায় বারেবারে
শুধুই তীর ছুঁয়ে প্রতিবারে।
তবু
অন্ধ আমি প্রতিবার
প্রতিবার শুধু মুক্তোর লোভে।