বৃষ্টির দুটি ফোঁটার মাঝে যে
শূণ্যতা ,শুষ্কতা ।
কেন
বিভ্রান্ত করে আমাকে?
কেন ভাবায় আমাকে?
তবে বৃষ্টি,  সেও কি অবিরত নয়?
বাকি সব , সবকিছুর মত?
কেন খুঁজি শুষ্কতা শূণ্যতা
অঝোর ধারায়?
কেন খুঁজি দুটি ফোঁটার দূরত্ব?
কেন খুঁজে মরি
স্বর্গ পাতাল মর্ত্য?
বৃষ্টি আজ কেন?
কেন আজ আগের মত করোনা সিক্ত ?
আমি তো ভিজতেই চেয়েছিলাম।