আরও ভোগ আরও ভোগ
চায় মন।
দুর্ভোগ ?
কুছ নেই পরোয়া।
আরও ভোগ আরও ভোগ
চায় মন।
কে পড়েছে নিয়তির দেওয়াল লিখন?
আমি তো  মুছতেই ব্যস্ত।
ফুলের ফোটাতেই নিমগ্ন  ,
ঝড়ে যায় ফুল নয়
শুধু স্বপ্ন ।
স্বার্থপরতার চরমে?
হোক না।
জবাব এ আমার কর্তাকে,
প্রতিটি তাঁর সওয়ালের।
প্রতিটি নিয়তির দেওয়ালের।
লিখে যান তিনি।
আমি তো  মুছতেই ব্যস্ত।