কাঁদছি আমি আজও।
প্রতি রাতেরই মত।
তবু প্রতি রাতেরই মত
জোটেনি আজও ,আরও কিছু শব্দ।
না চিন্তনে না অনুভবে
প্রতি রাতেরই মত।
রয়ে গেল কিছু শব্দ কিছু অনুভব অধরা আজও।
হয়ত জুটলে আজ, একটা কবিতা হত।
যাক, না হয় নাই বা হোলো।
কিই বা এলো কিই বা গেলো।
তবু
বেশ হোতো না?
যদি
আমার অসফলতা
কালকের সূর্যোদয়কে রুখে  দিতে পারতো।
কুঁড়িগুলো সব অপেক্ষায়
যদি রইতো প্রতিদিন
আমার একখানি কবিতার জন্য।
যাক, না হয় নাই বা হোলো।
কিই বা এলো কিই বা গেলো।
তবু
কাঁদছি আমি আজও।
প্রতি রাতেরই মত।

আমি তো কবি হতে চেয়েছিলাম।