আমি কি করি?
প্রশ্বাসটুকুও?
নাকি প্রাণ আপন মর্জিতে
প্রবেশ করে দেহে।
স্ফীত করে আমার ফুসফুস।
নিঃশ্বাস হয়ে নেয়  বিদায়।
পূরক রেচক বুঝলাম,
না হয় আমার নয়।
কিন্ত কুম্ভক?
সেটুকুও কি আমার হয়?
নাকি
সেখানেও আমার আমিত্ব অসফল?
প্রাণের একটু বেশী শরীর ছোঁয়ার ইচ্ছা।
তাহলে ছাই হচ্ছেটা কি?
তবে শান্তি এটুকুই,
হয়ত আমার আমিত্ব সেটুকুই।
মর্জিটা নয় তারও,
নয় হয়ত আমারও।
প্রাণও চুক্তিবদ্ধ পূরক ,কুম্ভক ,রেচকে।
যতদিন সেই অজ্ঞাত কেউ
বাঁচিয়ে রেখেছে আমাকে।
সত্যিই তবে
আমি কি করি?