আমি হিন্দু ।
তবু প্রাণখুলে কাল তোমাকে ঈশ্বর,
আল্লাহ নামে অষ্টমীর অঞ্জলি দিতে চায় মন।
মূর্ত বা অমূর্ত ।
পরোয়া নেই কোনো।
ধর্ম বা অধর্ম ?
পরোয়া নেই কোনো।
কাল চাই তোমাকে আল্লাহ
পূজা মন্ডপে।
আমার অষ্টমীর অঞ্জলি
তোমার অপেক্ষায়।
কেমন হবে আল্লাহ?
যদি প্রতিটি মসজিদের নসিব হয়
অষ্টমীর অঞ্জলি ?
প্রতিটি মন্দির মুখরিত হয়ে ওঠে যদি
আল্লাহো আকবর ধ্বনিতে?
কেমন হবে আল্লাহ ?
কেমন হবে ঈশ্বর?
বলোনা ঈশ্বর বলোনা আল্লাহ ।
আমি হিন্দু ।
তবু প্রাণখুলে কাল তোমাকে ঈশ্বর,
আল্লাহ নামে অষ্টমীর অঞ্জলি দিতে চায় মন।