একি তুমি। আজ এ অসময়ে?
দিনের আলোয়, প্রকাশ্যে!
কি হোলো তোমার ?
নাকি আমার।
এতটা অগোছালো ,
উদ্বিগ্ন ,এলোমেলো ।
দুই চোখে বিনিদ্র রজনী ।
কেন আজ এতটা অভিমানী ।
বুঝেছি বুঝেছি প্রিয়ে।
ভুল করেছি কাল রাতে, সাড়া না দিয়ে।
আর পরশু । সেও নিমেষের ভুল।
তুমি বিনে “আশা” ? এ মুর্খ স্বপ্নে মশগুল।
ভুল ভুল আমারই ভুল।
তবু তুমি ভুল বুঝোনা প্রিয়ে।
বিশ্বাস করো। আমার সবটুকু শুধু তোমাকেই নিয়ে।