মানতে পারবে?
মানতে পারবে আমার ঈশ্বরকে?
আমার ঈশ্বর শক্তিহীন ,
ক্ষমতাশূন্য ,
অসহায় অনেকটা আমারই মত।
না পারে
কারও ভালো না মন্দ,
না দ্বিধা না দ্বন্দ্ব ।
শুধু পারে ভালোবাসতে
প্রাণখুলে ।
ইনিই আমার ঈশ্বর
আমি তাঁরই অংশ।
আমার সৃষ্টি, আমার স্থিতি,
আমার ধ্বংস ।
মানতে পারবে?
মানতে পারবে আমার ঈশ্বরকে?