গোটা  রাত জুড়ে
গোটা আকাশ জুড়ে
শুধু আলোর আঁচড়।
আজ কিন্তু বৃষ্টি হয়নি।
কোনো একটি বাজও আছড়ে পড়েনি কোথাও ।
পরিচ্ছন্ন একটি আকাশ গোটা রাত জুড়ে।
তবুও  আলোর  আঁচড় ।
তবে কি স্মৃতি ?
তবে কি অতীত ?
ক্ষতবিক্ষত  করতে চায় আমার আকাশ?
অতীতের তীক্ষ্ণ নখের আঁচড়ে?
তবে কেন আলো?
কেন আলোর আঁচড়ে?
আমি কি তবে?
তবে কি আমার আকাশ?
নিমগ্ন  হতাশার কালরাত্রির আঁধারে ?
এই তো এখনও এইমাত্র আরও একটি আঁচড়।
আলে আলো আলো,
আমার পূব  পশ্চিম উত্তর দক্ষিণ
অধ নিম্ন জুড়ে।
আমার গোটা আকাশ জুড়ে,
গোটা  রাত জুড়ে
গোটা আকাশ জুড়ে
শুধু আলোর আঁচড়।
.....................................

হঠাৎ

আমার সবকটা (কবিতা )
পড়ে থাকবে আড়ালে।
আমার তথাকথিত অনেককিছু না করার আবডালে।
করলেই হোতো,
সবার সবার মনের মত।
নিয়মমাফিক নিয়মমত।
না করিনি,
শুধুই  শুধু, শুধুর জন্য করিনি, করতে পারিনি।
তাই  ,তাই তো,
তাইরে নাই ,নাই তো।
আমার সবকটা (কবিতা )
পড়ে থাকবে আড়ালে।
আমার তথাকথিত অনেককিছু না করার আবডালে ।