মন আবার হারিয়ে যেতে চায়।
পরিচয় আনে নিশ্চয়তা ,
মানেনা  মন।
খোঁজে অজানা  আস্তানা।
একরাশ কালো ধোঁয়া,
এপাড়ে আমি
ওপাড়ে গোটা দুনিয়া।
রূপ রস সমৃদ্ধি
ওপাড়েই থাক।
প্রবেশ নিষেধ শূণ্যতারও।
হয়ত  অলীক
তবু
মন আবার হারিয়ে যেতে চায়।