বড় কষ্ট হয় মাঝেমাঝে ।
সেইসব শব্দগুলোকে দেখে।
যেখানে অক্ষরের সমাহার হলেও।
হয়না কোনো অর্থ।
তার সেই অর্থহীনতার দায় কি তার?
নাকি সীমিত জ্ঞানে
মর্মোদ্ধারে অক্ষম আমার বোধের?
প্রশ্ণটা ফিরে আসে বারেবার।
বড় কষ্ট হয় মাঝেমাঝে ।
সেইসব অক্ষরগুলোকে দেখে।
যারা হাতে হাত রেখে
পাশাপাশি ,কাছে এলেও।
হয়তো হয় শব্দ।
তবু
পায়না স্বীকৃতি ।
হয়না কোনো অর্থ।
তার সেই অর্থহীনতার দায় কি তার?
নাকি সীমিত জ্ঞানে
মর্মোদ্ধারে অক্ষম আমার বোধের?
প্রশ্ণটা ফিরে আসে বারেবার।