প্রথমে ছন্দ খুঁজি।
পাই না  ,পারিও না।
তারপর ভাব,তারও বড্ড অভাব।
আচ্ছা  কিছু জমকালো
মানানসই  শব্দ,
তাও না।
কিছু  ভালোলাগা বা মন্দ,
সেটাও ধরা  দেয় না।
কমপক্ষে
একটি যুতসই শিরোনাম।
নাঃ এলেমে নেই।
শুধু কিছু অবোধ্য
অহংকারের আস্ফালন ,
বেশ কিছু পংক্তি ,
আর কিছু যতিচিহ্ন  ,
আর নির্বোধ মোহ।

চেষ্টা করলাম একটি ইংরাজী ভাবানুবাদের। ভুলভ্রান্ন্তি ক্ষমা করবেন।

The Mine and the I
remain as the remainder collectively ,
each and every time .
Neither the tunes nor the words
Can do the justice .
Knowing that
my pen insists on me
each and every time
to create such illusion.
Might be
to satisfy only
the Mine and the Me.