আহূত

একটি বাড়ি একটি দালান ।
অনেক হইচই অনেক মানুষ।
নিয়ম করে প্রতিদিন প্রচুর পাত।
অনেক বিকেল অনেক সকাল।
দিন থেকে রাত নরক গুলজার ।
ঘরের আগের দুই দন্ড ।
ঘরগুলি শুধু শ্লীলতার স্থান।
দালানের  কি যে অমোঘ  টান
আজ বুঝি।
বি এইচ কের যুগে আমি বেমানান ।
অনেক দূরে স্মৃতির কোঠায়
একটি বাড়ি একটি দালান।
______________________

       অনাহূত


আমার অহংকার  আমায় হারিয়ে যেতে বলে।
বিনয় আমাকে অপেক্ষা করতে বলে।
বুদ্ধিমত্তা খুঁজতে বলে ডাইনে বাঁয়ে।
বিবেক কবর খুঁড়তে বলে।
দেহ উপভোগ করতে বলে।
আর আমার আমি
সবকটাকে গিলে খেতে বলে।
বলে হারিয়ে যেতে গেলে
অপেক্ষা করতে হয় ।
ডাইনে বাঁয়ে সজাগ দৃষ্টি রেখে
কবর খুঁড়তে খুঁড়তে
কৃতকর্মকে উপভোগ করতে হয়
তবেই নাকি
অহংকার সমেত হারিয়ে যাওয়া যায়।


দ্বিতীয় রচনাটির জন্য আমি দায়ী নই। তিনি নিজেই এলেন হঠাৎ করে। আমার অনুমতি  না নিয়েই উড়ে এসে জুড়ে বসলেন। যাই হোক এসেছেন যখন চলে যেতে তো আর বলতে পারি না। তিনিও প্রকাশিত হোন এই আসরে।