কখনও ভেবেছ?
ভেবে দেখেছ?
এই একটি গ্রহে দিতে গিয়ে প্রাণ।
কত গ্রহ কত নক্ষত্রের
হয়েছে বলিদান
রয়ে গেছে প্রাণহীন নিষ্প্রাণ ।
যতদূর যায় চোখ
যায় বোধ
দেখি আমাকে দিতে প্রাণ
কত প্রাণ হোলো বলিদান।
হায়রে বিধি
তবুও আমার অহংকার !!
কবে বোধ হবে তার?
আত্মশ্লাঘায় হাওয়া দিয়ে বলে
"এ আর এমন কি
পুরোটাই সম্ভাবনা ।
অনন্তের মাঝে এক
বিজ্ঞের চোখে দেখ।
তোর সংঘর্ষ তোকে দিয়েছে প্রাণ।
নির্বোধ ওরা
ভাগ্যের কাছে নতজানু ওরা
তাই রয়ে গেছে নিষ্প্রাণ "।
আমি বলি
ভুল ভাই তুমি অহংকার
তুমি আছো বলে অমর হওয়া
হোলো না যে কোনোবার
জন্মের পিছে মৃত্যু
মৃত্যুর পিছে জন্ম
ছুটে চলে বারবার
মুক্তি যেন মরীচিকাসম রয়ে যায় বারেবার।
হয়তো ওরাই মুক্ত ।
পেয়ে গেছে খুঁজে মুক্তির পারাবার ।
হয়তো শুধুই সান্তনা দিতে
খসে পড়ে বারেবার।
বেঁচে থাকে আমার অহংকার ।