ছিলাম আগুন আছিও এখন
থাকবোও জানি তাই।
বহুযুগ ধরে
কাকে পোড়াই কিই বা পোড়াই
ভেবেই চলেছি তাই!!
ভেবে ভেবে ভাই
করলাম ঠিক আর তো সময় নাই।
আপসের কাঠ বড্ড সুলভ
জোগান জোটায় যারা।
সময় হয়েছে
এই আগুনেই মরুক পুড়ে তারা।
ভাবছ বন্ধু
এইবার তবে আগুন নিভে যাবে।
ভেব না বন্ধু
সময় হলে জলও আগুন হবে।