অহংকার ?
হ্যাঁ আছে।
বিনয়?প্রয়োজনে তাও আছে।
লোভ? অবশ্যই।
হিংসা ? অস্বীকারের ঢালে।
প্রেম? শরীরের চালে।
বিশ্বাস? আশা হারালে।
সন্দেহ ? বিশ্বাস বাড়ালে।
কার?
কার আবার।
তোমার ,আমার ,এমন কি সবার।
প্রয়োজন ছিলো কি,
এ জগাখিচুড়ির?
অথবা
জানোয়ার থেকে মানুষ হওয়ার?
হয়ত ছিলো,
হয়ত বিবর্তন
ইকুয়ালস্ টু অধঃপতন ।