আমি খুঁজি মুক্তি আবর্জনায়,
ফেলে দেওয়া ছেঁড়া পাতায়,
না হওয়া কবিতায়, আমার ব্যর্থতায়।
খুঁজি ,জানি।
কিছু অব্যক্ত এখনও অপেক্ষায়।
বলা যা হয়ে গেছে তা থাক কবিতার খাতায়।
ছেঁড়া পাতাগুলো এখনও অপেক্ষায়।
অধীর অপেক্ষায়,আবর্জনায়।
প্রাণ চায় গায়ে মাখি আবর্জনাগুলো,
পরমতৃপ্তিতে।
আবর্জনাগুলো ভরে যাক,ফিরে আসুক
আমার কবিতার খাতায়।