যেদিন তোমার দুচোখে দেখেছিলাম
অবজ্ঞা ভরা দৃষ্টি।
বুঝেছিলাম সেদিনই, সবটুকু শুধুই অভিনয়।
তবু কিছু বলিনি সেদিন।
যেমন বলিনি যেদিন
দেখেছিলাম তোমার সিঁথি ভরা সিঁদুর ।
সেদিনও তোমার দুচোখে ছিলো
অবজ্ঞা ভরা দৃষ্টি।
তবু তোমার সে অবজ্ঞা
মুগ্ধ করেছিলো আমায় সেদিন।
না সেদিন আর অভিনয় নয়।
আমারও নয়। তোমারও নয়।