ছুটির দিন।
সবে দুপুরে ভাতটা খেয়ছি।
শোবো শোবো করছি।
হঠাৎ ডোরবেলটা উঠলো বেজে।
আবার কে?
এই অসময়ে?
বিরক্তি নিয়ে খুললাম গিয়ে।
দেখি দাঁড়িয়ে আছেন
আমার আরাধ্য দেবতা।
কি আর করা অগত্যা ।
বললাম
এসো ভিতরে
উত্তর এলো “ সময় কম
বল তো দেখি সত্যি করে”।
আহা আগে এসো তো ভিতরে।
একটু না রয়ে সয়ে ,
আগে বলো এসছো খেয়ে?
“সে সব হবে পরে
বলতো সত্যি করে
এতো আমায় ডাকিস
কিন্তু আমার খবর রাখিস?
সব প্রার্থনা দাও দাও দাও
পূজোগুলো যেন ঘুষ খাও খাও খাও।
কবার বলিস
ভগবান তুমি কেমন করে বাঁচো?
বল তো দেখি সত্যি করে
কবার বলিস
তুমি কেমন আছো”?
চলে গেলেন তিনি।