১......

অনেক বুক ভর্তি আগুন  ,
নামমাত্র দামের বিকিকিনির বাজারে
দেখছি আমি।
জোড়া জোড়া জ্বলন্ত চোখের নিষ্পলক চেয়ে থাকা,
সাফল্যের সিঁড়ির  অনেক অনেক নীচে
অসংখ্য আধখাওয়া ,আধপোড়া পেট
দেখছি আমি।
দিনে রাতের কষ্ট,আর নামমাত্র দামে হাতবদল
দেখছি আমি।
সে সিঁড়ির বেশ খানিক ওপর থেকে
দেখছি আমি।
আগুনের তেজ ক্রমাগত বাড়ছে
দেখছি আমি।
আঁচ পাচ্ছি
একটু একটু করে আমার সাজানো বাগান
বুকের আগুনে পুড়ছে।
তবুও বাজার চলছে।
দেখছি আমি ।
আমার থালার প্রতিটি অন্ন
অঝোর নয়নে কাঁদছে।
সাধু সাবধান ।
আবার কিন্তু আগুনের ঘুম ভাঙছে।
দেখছি আমি।


২......

কে কুড়ে কুড়ে খাচ্ছে চাঁদের বাকিটা, ক্রমাগত?
এই তো সেদিন
পূর্ণিমায় দেখেছিলাম তার রূপ।
অমাবস্যার আগে জানতেই হবে।
নয়ত চাঁদ আবার একটু একটু করে
সাজাবে নিজেকে,
গোটা শুক্লপক্ষ জুড়ে
প্রস্ফুটিত হবে পূর্ণরূপে আরও একটি পূর্ণিমায়।
আবার কুড়ে কুড়ে খাবে কেউ,
বা  আরও কেউ কেউ
গোটা কৃষ্ণপক্ষ জুড়ে।
ততক্ষণ ,যতক্ষণ  না অমাবস্যা নামে।
আমাকে জানতেই হবে।
অমাবস্যার আগে জানতেই হবে।



৩...........

আমাকে বোলো না শান্ত হতে,
শান্তির বাণী শুনিয়ো না আমায় আজ
প্রেমিকা আমার ।
খুঁজে নাও অন্য কোনো প্রেমিক ।
যদি না পাও বা ,না পারো
তবে
চলো আমার সাথে।
তবে নয় প্রেমের সাথী হয়ে,
এসো সহযোদ্ধা হয়ে।
রণক্ষেত্র হোক আমাদের বৃন্দাবন ।