তারারা ইতিহাস বলে চলে!
বহু আলোকবর্ষ পুরোনো ইতিহাস!
মহাবিশ্বের সৃষ্টি ইতিহাস-
পৃথিবীর জন্ম, সমুদ্রে উচ্ছ্বাস,
সাদা কালো, এলোমেলো জলোচ্ছ্বাস-
অন্য কোণে, অন্য কিছু প্রাণের আভাস।

কিছু অণু পরমাণু খেলে চলে -
তারারা হাসে, মিটিমিটি জ্বলে ।
ওরা কি স্বর্গের দ্বার?
অন্ধকারে আলোক দিশারী?
সহস্র ছিদ্র  মিশকালো আঁধারে-
মুক্ত প্রাণের আভাস?

এরা প্রতি রাতে হাতছানি দেয়,
গল্প বলে,
বাঁচতে শেখায়,
প্রদীপ জ্বালায়-
আবেশে ভাসিয়ে বলে ,
'সৃষ্টি করো সুন্দর ইতিহাস
না ঠকানোর ইতিহাস,.....
যেখানে তারার আলো ছুঁয়ে যায়  
প্রতিটি প্রাণের আভাস ।

তারারা ইতিহাস বলে চলে!
বহু আলোকবর্ষ পুরোনো ইতিহাস!

@অপরাজিতা