'প্রতি ষোলো মিনিটে হয় একটি ধর্ষণ,
মহারাজ, আপনার কি দর্শন?'

মহারাজ কহিলেন গম্ভীর মুখে,
'কেটে ফল মাথা গুলো, রহ কেন দুখে'?
নটবর দুলিলেন সাধু সাধু রব,
জয় জয় আধিপতী, কহে সভাসদ ।

নটবর কহিলেন, ' বলি করজোড়ে,
মেয়ে ভ্রূণ মেরে ফেলে বহু ঘরে ঘরে'।  

মহারাজ শুনিলেন, অতি  বিস্ময়,
'দূর করো ওগুলোকে, পাবে না আশ্রয়।
নটবর দুলিলেন সাধু সাধু রব,
জয় জয় আধিপতী, কহে সভাসদ ।

'প্রতি তিনে এক স্ত্রী মারধর খায়,
মহারাজ, আপনার কি রায়'?

'একি কহ নটবর, মারে কেন পতি
ধরে আনো ওগুলোকে , ওহে সেনাপতি।
নটবর দুলিলেন সাধু সাধু রব,
জয় জয় আধিপতী, কহে সভাসদ ।

'প্রতি চারে এক মেয়ে করে রোজগার,
মহারাজ, কি সে বিচার'?

মহারাজ হাসিলেন, হে হে নটবর,
প্রস্তুত তুমি কি হে সামলাতে ঘর'?
অট্টহাসে সভাসদ করতালি মারে,
নটবর কহে অতি বিনম্র স্বরে-
''মহারাজ, রাজেস্বর, করজোড়ে বলি,
গোড়ায় গলত হলে, কোথা পথ চলি?
এ সবের সমাধান সম্ভব হবে,
রানী মাকে পাশে রেখে সভা যদি হবে'।

মহারাজ কহিলেন, ' এ কি আবদার,
রাজা হতে রানী কেন করবে বিচার'?
নটবর মৃদু হেসে কহে 'হে নৃপতি,
আপনাকে দেখে মোরা শিখি মহীপতি।
রানী মা তো চিরকালই আপনার পাশে,
পর্দাটা নামলেই সম্মুখে আসে''।
নিশ্চুপ মহারাজ, সব সভাসদ,
নটবর চলিলেন ছেড়ে দিয়ে পদ।

সাত দিন বাদে আজ সভা পুনরায়,
পুরুষের ভিড়ে সভা পা রাখা দায়।
মহারাজ প্রবেশিলো শঙ্খের সুরে,
পাশাপাশি মহারানী, সিংহাসন পরে।
মহীপতি কহিলেন ,'হে নটবর,
মোর ভূমি আলো করো, এসো দিবাকর।
বিধাতা করেনি কভু ভাগ বাটোয়ারা,
সবে মিলে করি কাজ, এই হবে ধারা;
আজি হতে ঘর বার সমস্ত কাজে,
ছেলে মেয়ে সবে জোটে সকলের মাঝে'।  
মহারানী, সুনয়নী, করজোড়ে কয়,
'আর যেন ভেদাভেদ এ দেশে না হয়'।

নটবর দুলিলেন সাধু সাধু রব,
জন গণ মঙ্গল, কহে সভাসদ ।

@অপরাজিতা