রক্তকরবীর আগুন ছুঁয়ে যেদিন আমায় রাঙিয়েছিলে,
বলেছিলাম "ভালবাসি',
ভেসেছিলাম অনাবিল আনন্দে-
তোমার শব্দ চয়ন আমাকে করত মুগ্ধ
হালকা বাতাসের মত আমি ভাসাতাম নীল দিগন্তে।  

দেড় বছরের সেই রূপকথা
আমায় প্রশ্ন করে প্রতি নিয়ত-
ঠকে যাওয়া আমি চোখ বুজে কাঁদি ।
আমার নীল ভালবাসা
বোঝে না আর রক্তকরবীর রঙ-
আমার যান্ত্রিক ভালবাসা
বোঝে না আর মালকোষের গভীরতা-
আমার দাম্ভিক ভালোবাসা
দেয় না আর কোনো সন্মান-
ঠিক যেন আমি তার কাছে
কলের পুতুল-
যার তর্জনীর ইঙ্গিতে আমার অস্তিত্ব।

নীল,
তোমার এই ঘন অন্ধকারের
হদিস কি তুমি পাও ?
যখন উন্মত্ত মাতাল তুমি ধাক্কা মেরে
আমায় ছিটকে দাও মাটিতে?
যদি আজ দ্বার খুলে আমি হারিয়ে যাই
সেই সুদূরে, আমার ভালোলাগা খুঁজতে-
বলবে কি আমায় প্রতারক?
যদি আজ তোমার ধাক্কার প্রতিদানে
ধিক্কার মেরে তোমায় মুচড়ে দি-
হুঙ্কার দিয়া বলবে কি বেইমান?
যদি আজ এই প্রেমহীন জগতের উর্দ্ধে
আমি নতুন কোনো ঠাঁই খুঁজে পাই-
চিৎকার করে বলবে কি নির্লজ্জ কলঙ্কিনী ?

নীল,
যেদিন সত্যি তোমার মন হবে
আকাশের মতো বিসতৃত,
যেদিন সত্যি তোমার হৃদয়ে বাজবে
আমার বরিষধারা,
সেদিন না হয় আমায় খুঁজো নতুন করে-
আজ ভয় শুন্য আমি হারিয়ে গেলাম
দিগন্তে ।