মনপাখিটা ডাকছে কাছে
উড়তে নীল আকাশে
কাশের শরৎ ভাসে।
মনের গভীর পারে-
রাত্রী উঁকি মারে,
ঘুম যে আসে নারে
বাদলের বাতাসে।
প্রজাপতি আঁকিবুঁকি
দিন কাটে এক তালে
কাজল নয়ন জলে।
বুকের মাঝে বাজে
কাজফুরোলে সাঁঝে
সাঁঝ বাতির আমেজে,
নরম ধুলোর মাঝে।
ময়ূরপঙ্খী পাখা মেলে
নৃত্য অভিলাষে
মাতায় মেঘ আকাশে।
অপেক্ষার এই প্রহর
গুমরে কেঁদে মরে,
মনপাখিটা ওড়ে
তোর ফিরতি পথের আশে।