মা
লুকিয়ে আছিস গহীন গগনে,
কখনো সঘনে, কখনো দহনে,
বৃষ্টি ফোঁটার জলভেজা ঘ্রাণে,
লুকিয়ে আছিস বল ?
আমার মনখারাপিয়া মা-লুকিয়ে আছিস বল।

ঘুমিয়ে আছিস রাতের তারায়,
পূর্ণ চন্দ্র, অমাবশ্যায়
অনন্ত এ বিশ্বধারায়,
লুকিয়ে আছিস বল?
আমার ঘুমপাড়ানিয়া মা-লুকিয়ে আছিস বল।

নদীস্রোতের ছলাৎ ছন্দে,
সান্ধ্য গানের মদিরানন্দে,
জুঁইফুলের ঐ মধুর গন্ধে,
লুকিয়ে আছিস বল?
আমার রাতজাগানিয়া মা- লুকিয়ে আছিস বল।

তোকে খুঁজে ফিরি বই র গন্ধে,
ঘরের কোনায়, রন্ধ্রে রন্ধ্রে,
সকল খেলার বিপুলানন্দে-
লুকিয়ে আছিস বল?
আমার সুখজাগানিয়া মা- লুকিয়ে আছিস বল।

যখন, বৃষ্টি বাদলে মেঘ গর্জায়,
মিত্র পাল্টে রং বদলায়-
মনের মেঝেতে রক্ত ঝরায়
খুঁজি তোকে প্রানপণ-
আমার প্রাণজাগানিয়া মা- লুকিয়ে আছিস বল।

আমার চিত্ত মননে- হৃদয় ছন্দে,
লেখার হরফে, শব্দবন্ধে,
দিনক্ষণ প্রতি অপরানন্দে
লুকিয়ে আছিস বল?
আমার প্রেমজাগানিয়া মা- লুকিয়ে আছিস বল।

হারাইনি তোকে, বিশ্বাসে জাগি
পুরাতন আসে নূতনেরে লাগি
বিপুল মন্দ্রে তোর প্রাণ মাগি,
জয় হোক তব স্রষ্টা-
আমার হৃদজাগানিয়া মা -নত মস্তকে প্রণমি তোমায়
জয় জয় হে স্রষ্টা।

@ অপরাজিতা