হলফ করে বলতে পারি-
মিথ্যে আমি পারবো না,
মুখ ফুটে ওই মেকি হাসি
ফুলঝুরি টি জ্বালবো না।
হলফ করে বলতে পারি-
অভিনয়ে র আরশিতে,
চোখ মুখ যে কথা বলে
ধরা পড়বো ওই পথে ।
হলফ করে বলতে পারি-
আকাশ কালো ডরায় না,
পাঁচফোড়ন, কুট কাচালি
মনটাকে যে ভরায় না।
হলফ করে বলতে পারি-
ঠিক মেয়েলি নই আমি,
জীবনভর পরের দয়ায়
বাঁচবো আমি বেনামী?
হলফ করে বলতে পারি-
বেইমানী পারবো না,
সহ্য করাও দূরের কথা
তোমার পথে চলবো না।
হলফ করে বলতে পারি-
জবরদস্তি রক্তে নেই,
যুক্তি তক্ক গপ্পো নিয়ে
ভালোবাসার রকম সই।
হলফ করে বলতে পারি-
মর্ত্য ই মোর অমর্ত্য,
এ জন্ম তাই ভীষণ ভাবে
রাঙিয়ে যাওয়া এ সত্য।
@অপরাজিতা