উইইইই------, উইইই যে গো বাবুমশাই,
উইইই মোদের গেরাম,
মোরেম রাঙা পথ চলতে
বড়োই আরাম।
উইইই, দ্যাখো ..উই ছোট্ট নদী,
গেরামের পেরান,
শীত, গরমের ভরসা মোদের
ধান সরশে জান ।
এই যে দ্যাখো, হাটের মেলা,
শাল পলাশের ভিড়
ছেলে বৌরা ফসল ব্যাচে
মিঠাই, মোয়া, ক্ষীর।
দ্যাখো দ্যাখো ইস্কুল টা,
সাঁঝের আলো পড়ে,
গেরামের সব ছেলে মেয়ে
গোৱবে বুক ভরে।
বাবুমশাই, তোমার অনেক,
খমতা আছে জানি,
বলছি কিছু মোদের কথা
শুনবেক তুমি মানি।
বিজলি আছে, তবু যেন
না থাকার ই মতো
ছেলেপুলে পড়াই লিখাই
কষ্টে করে কত।
শালপাতা আর কাঠের ধুয়ায়,
ঘরের আগুন জ্বলে
মপেট করে গ্যাস আন্তে
পঁচাষ টাকা পড়ে;
ফসল বিকোয় জলের দরে,
খাইয়া দেখো স্বাদ
যান বাহনের মদত পেলে
জিতাম সদর হাট।
মেয়ে বোনের বিয়া স্বাদী,
পনের অত্যাচার
ঋণ মেটাতে ভুখা মরে
এই কি বিচার?
মা মেয়েদের বড়ো জ্বালা,
প্রসব কালে ভয়
ঝড় ফুকেরই রোয়াব বেশি
বদ্দিদের নয়;
বাবুমশাই নিঃস্পলকে ,
মিয়ার পানে চায়,
মুঠি ভরে প্রতিজ্ঞা তার
করবেক নিশ্চয়।
হাজার হাজার গ্রামের কথা , বাতাসে গর্জায়
বছর, দশক, অর্ধ শতক
অপেক্ষাতে রয়।
@অপরাজিতা