তুমি,
ভোরের শিউলি তুলতে গিয়ে
দেখলে আমাকে,
আমি তখন কাঁচা সোনার
আরুষ ঝলকে।

তুমি তখন একুশ বাইশ
বুদ্ধিমতী চোখ,
আমি তখন নাছোড়বান্দা
ডাক্তারি টা হোক।

তুমি যখন কলেজস্ট্রিট
অনেক ভিড়ের মাঝে,
সাঁঝের বেলা ছেলেপড়াই
মা যে একা আছে।

তুমি যখন চললে উড়ে
সবার স্নেহ পেয়ে,
আমি তখন আধা ডাক্তার
হাপুস নয়ন চেয়ে।

তুমি বললে, 'ভাবিস না তুই,
মাটি শক্ত কর,
রইবো আমি অপেক্ষাতে
ডাক্তারির পর'।

সকাল আজি সন্ধে হলো
কাজের মাঝে ডুবে
তুমি হলে অতলান্তিক,
আমি সূর্য পূবে।

তুমি এখন মস্ত নামি
অধ্যাপিকা বটে,
আমি রোদে জলে ভিজে
রোগীর সেবা পথে।

তুমি শুধো 'বয়স হলো
পাক ধরেছে চুলে',
আমি বলি, 'যাই কি করে
পলাশ বকুল ভুলে'।

দিন পেরোলো, রাত পোহালো
বয়স গেল বেড়ে।
মনের কথা বলি তোমায়,
তুমিও বলো মোরে।

রাতের তারায় কহি তোমায়,
সপ্নে মাথা দিয়ে,
সপ্তপদে মিলবো দুজন
পর জনম লয়ে।

@আপারাজিতা