( দাউ দাউ করে জ্বলছে জঙ্গল বাংলা -ওড়িশায়।  সেই পরিপ্রেক্ষিতে এই কবিতা)


আমার লড়াই, তোমার লড়াই
মেঘ বললো, কিসের বড়াই!
পারবি কি তুই আটকাতে মোর মেঘের গর্জন?
বলি "তোর নেই কোনো প্রয়োজন''।

আমার লড়াই, তোমার লড়াই
শুকনো পাতা, আগুন যে ছাই,
গাছ পুড়ছে, জীব ধুঁকছে, সবুজ ধর্ষণ-
শহুরেরা বললো "আহা, শুশুনিয়ার বন"।

আমার লড়াই, তোমার লড়াই
দূর... অযোধ্যাতে বাজছে সানাই,
আদিবাসী কান্না ভাঙ্গে, হেথা অযোধ্যা পর্বত-
আগুন তাতে ফাগুন মোলো, কোথা নহবত!

আমার লড়াই, তোমার লড়াই
সিমলিপাল আর শুশুনিয়াই
এক মেঘে আজ বর্ষা এলো, আগুন মাটির গায়-
কালো মানুষ নাচলো দামাল অশ্রু ভরা চায় ।  


আমার লড়াই, তোমার লড়াই
জিইয়ে রাখো, দাবাগ্নি ভাই,
চোখ রাঙিয়ে, দাবিয়ে রাখো মেঘের গর্জন-
তার নেই কোনো প্রয়োজন।

@অপরাজিতা