চেয়েছিলাম পাখি হতে
উড়বো ডানা মেলে,
দেখবো শহর, গ্রামের মেলা,
অস্ত রাগের কোলে।
ভেবেছিলাম বৃষ্টি হবো
ঝরবো অবুঝ তালে,
হীরে, মানিক ছড়িয়ে দেব,
ফুল, ফল নভ তলে।
চেয়েছিলাম মাটি হতে
ধূসর চাদর গায়ে,
প্রাণের সাজি সাজিয়ে দিতে,
মরুভূমির ছায়ে।
ভেবেছিলাম ঘুড়ি হবো,
ভাসবো হওয়ার দোলে,
মাঞ্জা পেলে লড়বো দারুণ,
কেটে যাবার ছলে।
চেয়েছিলাম সুর হতে,
ইমন এসরাজ,
মালকোষ আর সরোদ সাজে
ঠুংরি খাম্বাজ।
ভেবেছিলাম রাজা হবো
আনবো সুখের দিন,
প্রজা রা সব স্বচ্ছলতায় ,
থাকবে রঙ্গীন।
চেয়েছিলাম আগুন হতে
বজ্র নিনাদ,
হলো না যে কিছু হওয়া,
ইতি অনুতাপ।