কোথাও হারিয়ে গেলে
পাবে মোর  খুঁজে?
বাহু বন্ধ প্রেম জোয়ার
কহে আঁখি বুজে।


যদি আমি ডানা মেলে
উড়ে যাই নভ তলে,
ভাসবে কি বাতাসে তে
ছন্দের সুরে?
বাহু বন্ধ প্রেম জোয়ার,
কহে মন জুড়ে।


ধরো যদি ধরাতলে,
ডুব দি সাগর জলে,
মুহূর্ত থম্‌কাবে,
সাঁতরাতে স্রোতে ?
বাহু বন্ধ প্রেম জোয়ার,
কহে অস্ফুটে।


অথবা ভিড়ের মাঝে,
গোধূলি লগন সাঁঝে,
ডাকবে কি সেই নামে,
হাতে হাত রেখে?
বাহু বন্ধ প্রেম জোয়ার,
কহে মন রেখে।

যদি মোর অকারণে,
ভুল হয় অভিমানে,
জড়াবে কি আনমনে
সে ক্ষতের দাগ?
বাহু বন্ধ প্রেম জোয়ার,
কহে নিষ্পাপ।

কিংবা, ধরো  যদি,
ঘরে ফেরে ক্লান্ত নদী,
দেবে কি আদর করে,
এক মুঠো শ্বাস?
বাহু বন্ধ প্রেম জোয়ার,
কহে উদাস।


হৃদয় গভীর মাঝে,
অদৃশ্যে অস্ফুটে হাসে,
বিধাতা দিলেন প্রাণ,
চকিত আগুন।
বাহু বন্ধ প্রেম জোয়ার,
পলাশ, ফাগুন।