তোর জন্য হাটতে পারি সহস্রটা পথ,
ভাসতে পারি উজান সাগর
উড়িয়ে বিশাল রথ।

তোর জন্য বইতে পারি কৃষ্ণা মহানদী,
নুড়ি পাথর কাদা বালি
মাখিস দুহাত যদি।

তোর জন্য চলতে পারি অনেক যোজন দূর,
আসুক না ঝড়, হাসবো দুজন
বুকে বেঁধে সুর।

তোর জন্য সইতে পারি আগুন রোষের মাফ,
ফেলবো ঝেড়ে, রাখবো শুধু
মনিকোঠায় তাপ।

তোর জন্য আঁকতে পারি মস্ত মহাকাশ,
তারার ওপর ভাসবো দুজন
ভরে প্রাণের সুবাস।

তোর জন্য পাল তুলবো, গাইবো সুধা ভোরে,
প্রাণের কথা বলিস মোরে
সারা জীবন ধরে।

তোর জন্য স্বপ্ন দেখি আকাশ কালো মেঘে,
বৃষ্টি আসুক উথাল পাথাল
থাকবো আমি জেগে।

তোর জন্য ঘোড় দৌড়ে খেলতে আমি নারি,
যে যার মন মাতিয়ে জিতুক
আনন্দ সবারই।

তোর জন্য সাঁঝের বেলা আকাশ প্রদীপ জ্বেলে
ভাববো আমি সেই দিনটা
যখন এলি কোলে।

তোর জন্য আসবো আবার গপ্পো ঝুড়ি নিয়ে,
আগলে রাখিস, জড়িয়ে থাকিস,
মস্ত আমার মেয়ে।

@ অপরাজিতা