দেখতে পাচ্ছ?
ঐ... ঐ. যে সাদা মেঘটা-
মাথায় মুকুট, বিচ্ছুরিত হচ্ছে আলোর ছটা,
যদি দৌড়ে গিয়ে মেঘের মাঝে ভাসতে পারতাম-
যাবে?
দ্যাখো- তাকাও ঐ দিকে-
এক গোছা মেঘ পুঞ্জ, থরে থরে সাজানো
পেঁজা তুলো, যেন রাজ হাঁসের রথ;
চলো না- উড়ে যাই ঐ রথে-
যাবে?
আর একটা-- উঁচুতে-- ওইইইইই
পাখির পালক - এক ঝাঁক সাদা-
নরম বিছানো- সুন্দরী সিরাস মেঘ ;
যেন শান্তির গান গেয়ে চলছে অসীমে,
আচ্ছা, এর পরে কত দূরে মহাকাশ?
ডুবছে সূর্য--
দ্যাখো- আগুনের লাল টিপ-
কাজ সেরে টুপ করে যাবে ঘুমের দেশে,
আঁধার ধরাতল ,
আর আকাশে যেন রঙের রূপকথা ।
আমার সময় হারিয়ে নিষ্পলক দ্যাখে সোনালী পর্দা;
সন্ধ্যে তারার অপেক্ষা-আর জ্বলজ্বল করে ওঠে সেই তারা,
অন্ধকারের গভীর থেকে।
আমি চুপ করে আমার পাঁচটা আঙ্গুল মেলাই তোমার তারার গায়ে-
আর চোখের তারা ঝাপসা হয়ে, মুক্ত ঝরায় শয়ে শয়ে।
ঠিক তখনি যেন চাঁদটা এসে
চুপটি করে মিষ্টি হাসে, বলে--
' চোখ মোছ, সব আছে-
নামছে উড়োজাহাজ-যা, মেয়ের কাছে-
এ মহাবিশ্বে কিছু হারায় নাকি কভু ?