অনামিকা, ষোলআনা প্রেম বুঝি হয়নি আজও
এত চেনা লাগে তবু আমরা আজও অচেনা
কী করে হবে বল হৃদয়ের লেনাদেনা
অনামিকা, শিশিরের ফুল ফোটে ভোরের ঘাসে
কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ
ইথারে ভেসে বেড়ায় তোমার আমার দীর্ঘশ্বাস
কত কথা বলি, কত কথা হয় দুজনাতে
কিছুই হয়নি বলা তবু মনে হয়
না বলা যত কথা ব্যথা হয়ে বুকে জমা রয়
ক্ষুধার রাজ্যে নাকি পৃথিবী গদ্যময়
কথার রাজ্যে তবে কী
দুজনার যত না বলা কথা
দ্বিধার দেয়াল ভেঙ্গে আজ বলা হবে কি
মুঠোফোনে মিঠে কথা আর কতকাল চলবে
কবে তুমি কাছে এসে ভালোবাসি বলবে