নদীর ওপারে একটি সুখের বাগান আছে
থোকায় থোকায় ঝুলছে অজস্র সুখ
একবার সেখানে গেলে কারো কোন দুঃখ থাকেনা
নদীর এপারে আমি বসে আছি অনন্তকাল
নদীতে কোন নৌযান নেই
এ নদী সাঁতরে পাড়ি দেয়াও অসম্ভব
ভাবছি কীকরে এ নদী পার হওয়া যায়?
একদিন এক ছোট্ট ছেলে একটি কাঠের টুকরো নিয়ে এলো
তারপর কী অবলীলায় পৌঁছে গেল নদীর ওপারে
আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম
তারপর থেকে আবার অপেক্ষা
ভাগ্যক্রমে যদি কোনদিন পেয়ে যাই এমন একটুকরা কাঠ
তাহলেই পৌঁছে যেতে পারব অনন্ত সুখের সেই উদ্যানে!