১১।
বুদ্ধিতে ঠিক আমড়া কাঠের ঢেঁকি
মাথায় গোবর ভরা
সবকিছুতেই হামবড়া ভাব
ধরাকে ভাবে সরা

১২।
আমরা সবাই কলুর বলদ
পরের ঘানি টানছি রোজ
ক্যামনে কাটে দিন রজনী
কে কার নেবে খোঁজ

১৩।
এক মাঘে যায়না শীত
বার বার আসে
আসবে এবার রঙ্গিলা বসন্ত
মাঘের শেষে

১৪।
নুন আনতে পান্তা ফুরায়
দিন কাটে ধুঁকে ধুঁকে
এইবার করেছি পুকুর চুরি
মারিব মৎস খাইব সুখে