ওহে,তাঁকাও তুমি তোমার চারপাশে
সেথায় তুমি দেখিবে,
ঘুরছে ওরা,
ভদ্র লোকের মুখোশ পড়ে।
এই সমাজ
আজ আধুনিকতার পথে হাটা,
পোশাক থাকিতেও
অর্ধলগ্ন পোশাকে সবই ঢাকা।
সমাজ থেকে
উঠে যাচ্ছে সব শিষ্ঠাচারিতা,
দিনদিন বাড়ছে
মানুষের মাঝে উচ্ছৃঙ্খলতা।
তারি সাথে সাথে বাড়ছে
নব প্রাণের নৈতিক অবক্ষয়।
তুমি তাঁকাও ওদের পানে
তখন তুমি দেখিবে,
ধর্মের নাম বিক্রি করে খাচ্ছে ওরা
পীর সেজে।
ভন্ড লোকগুলো
আজ বসেছে সিংহাসনে,
অবশ্য বসিয়াছি আমারা।
নিজেদের পায়ে নিজেরাই মেরেছি কুঁড়াল
নৈতিক অবক্ষয়ের ফলে।
নষ্ট বীজ,
নিজেরাই করেছি বপন
তাহলে,কীভাবে পাবো ভালো ফলন?