শ্রীজলা,তুমি কি জানো?
এখনো বসে থাকি বট বৃক্ষের ছায়ায়
একা একা তোমার অপেক্ষায়।
প্রিয়তমা,এখনো চেয়ে থাকি আকাশ পানে
দেখি মেঘমালাকে,
দলবলে ছুটছে,শুধুই ছুটছে।
তুমি কি দেখো?
উত্তরের বায়ু বহিছে শীতের আগমনে
আদরের সহিত হাত বুলিয়ে দিচ্ছে,
আমন ধানের ক্ষেতে।
তোমার কি মনে আছে?
এই সময়,
কতো যে বলেছি কথা দু-জনে,
নদীর কূলে পাশাপাশি বসে।
তোমার কি মনে পড়ে?
আঁকাবাঁকা বয়ে যাওয়া তটিনী চন্দ্রার কথা।
এইতো,
বালকের দল নাইতে নেমেছে তাতে।
তুমি কি এখনো দেখো?
গোধূলি লগ্নে রবীর আলো ঢলে পড়া
নদীর কূলে কাশফুলের গতরে।
ওগো শ্রীজলা,
অপেক্ষার প্রহর কতো যে জ্বালা
তা তুমি বুঝ কি?
তুমি যদি আসো আজ,
শুকিয়ে যাওয়া,
সেই বেলি ফুলের মালা দেব তোমার খোঁপাতে।