স্বাধীনতা,তুমি আজ কোথায়?
চারিদিকে বারুদের গন্ধ,
বুকের তাজা রক্ত পড়ে আচ্ছা রাস্তায়,
তোমাকে পাওয়ার জন্যে,
স্বাধীনতা,তুমি আজ কোথায়?
স্বাধীনতার তিপ্পান্ন বছর পড়েও
তোমাকে পাওয়ার জন্যে,
সকলের আকাঙ্ক্ষা,
স্বাধীনতা,তুমি আজ কোথায়?
ওরা,বিনা দোষে মারছে বুকে গুলি
করছে কারাগারে প্রেরণ,
কেড়ে নিয়েছে বাক-স্বাধীনতা,
পড়িয়েছে জিঞ্জির,
স্বাধীনতা,তুমি তো আজ বিলীন।
স্বাধীনতা,তুমি বৃদ্ধ বাবা-মার চাওয়া
যে হারিয়েছে সন্তান,
তার অভিশাপ লেগে আছে সর্বত্র,
ইনশাআল্লাহ,ওদের ধ্বংস অনিবার্য,
স্বাধীনতা,তুমি আসবে আজ অথবা কাল।