বসে আছি পদ্মা নদীর কূলে
আপন মনে দেখছি এই পদ্মাকে।
ঐ যে অদূরে
পদ্মা নদীর উজান বাকে,
জেলেরা মাছ ধরিতেছে
ছোট্ট একটি ডিঙি নৌকায় করে।
পদ্মা নদীর মাঝে
জেলের তরী,
তরীর মাঝে জেলে বসি,
মধুর সুরে গাইছে ভাটিয়ালি গান।
রাতের বেলায়
মিটিমিটিয়ে আলো জ্বলে,
পদ্মার বুকে জেলেরও নৌকায়।

জলের উপরে শ‍্যাওলা ভাসে
স্রোতের সাথে সাথে কচুরিপানা ভাসে,
ঢেউয়ের পর ঢেউ খেলে যায়।
মেঘ জমেছে পদ্মা নদীর
পশ্চিম কোণে,
অন্ধকারের ছায়া নেমেছে পদ্মারও বুকে।
তার চলনে খর স্রোতা
দেখে,মনে বসে যে ভয়ের থাবা।
সে যে এক হৃদয়হীনা
হয়না তার দয়া।
দিবানিশি ভাঙা-গড়ার খেলা খেলে
এপার ভেঙে ওপার গড়ে,
তার এই খেলার ছলে
কতো লোকে হয় যে সর্বহারা।