এই বর্ষায় ঝরঝর হাওয়ায় তোমায় মনে পড়ে যায়
শ্রাবণের এক বিকেলে কর্মের সমাপ্তি করে,
বাড়ি ফেরার পথে দেখা হয়েছিল তাঁরই সাথে
স্মৃতিগুলো প্রতিনিয়ত তাড়না দেয় মনের কোণে।

আজি তব বিরহের সুরে মন কেঁদে কেঁদে ওঠে
যখনই মনে পড়ে যায় তাঁকে,
রাতের আকাশে বাঁকানো চন্দ্র যখন হাসে
তখনই মনে পড়ে যায় তাঁর কথা তবে।

পথ পাশে যাত্রী ছাউনির তলে এসে বসেছিল পাশে
চুলগুলো ভেজা ছিলো রাখা ছিলো বক্ষের এক পাশে,
মুষলধারে বারি বর্ষণের মাঝে জলে ভিজে একাকার
রাশি রাশি জলের কণা পড়িল তাঁর সর্বঙ্গে।

তাঁর নাকের ডগায় জল বিন্দু করেছিল খেলা
কি অপরূপা লাগছিল তাঁকে!
তাঁর কপালে ছোট্ট এক কালো টিঁপে,
হারিয়ে যে গেলাম আমার মনের প্রেমের স্বর্গরাজ্যে।