সবার অজান্তে গিয়েছিলাম তোমার বাড়ির পাশে,
লোকের ভয়ে দেখা করিনি একান্তে তোমার সাথে।
দুটি গোলাপ ও একটি চিঠি ছিল যে মোর হাতে,
এখনো যে মনে পড়ে আমায় পুরনো সেই স্মৃতিকে।
পহেলা ফাল্গুনের সেই দিনটি প্রতি বছরই তো আসে,
মনের কথাটি বলা যে হলো না এ জীবনে তোমাকে।
আঠারো বছর ধরে হয় না দেখা প্রিয়তমা তোমাকে,
মনে বড় আশা,একবার যেন দেখা হয় তোমার সাথে।