ওহে,দেখেও কি দেখো না তুমি?
পথের ধারে ধারে
লুটিয়ে পড়েছে অসংখ্য পথ শিশু।
নেই কোন আবাসন
যেখানেই রাত সেখানেই কাত।
এক মুঠো খাবারের জন্যে
ছুটছে ওরা,
এখন থেকে ওখানে,লোকের ধারে ধারে।
ওরাও তো মানুষ
ওদেরও তো আছে বেঁচে থাকার অধিকার।
এই বলে তোদের মানবতা
মুখে শুধু মানবতা,
কোথায় গেলো রে এই মানবতা?
মানবতার নাম বিক্রি করে
খাচ্ছিস তোরা,
গড়ছিস তোরা মস্ত বড় অট্টালিকা।
মস্ত বড় অট্টালিকার পাশে
ওদের বসবাস,
তাহা দেখিয়া ছাড়ি আমি দীর্ঘশ্বাস।