গভীর রাত,হঠাৎ করে ঘুম ভেঙে গেলো
হাতের ঘড়িতে দেখি রাত দু'টো।
নিঃশব্দ চারিদিক
থমথমে চারদিকের পরিবেশ,
মাঝে মাঝে যাচ্ছে শুনা হুতোম প‍‍্যাঁচার ডাক।
মোর এই ছোট্ট কুটিরের কোণে
ঝিকিমিকি জ্বলছে কয়েকটি জোনাক,
ভাঙা জানালা দিয়ে যাচ্ছে দেখা পূর্ণিমার চাঁদ।

কদিন ধরে উৎপাত বেড়েছে গেছো ইঁদুরের
মোর এই ছোট্ট ঘরের চালাতে।
এই রাত দুপুরে কানা কুয়ো ডাকে,
মনে বড়ই সংশয়,অমঙ্গল হবে কি তাতে?
দুঃহ ছাই,কী যে ভাবি আমি মনের কোণে!
ওদের বুলিতে,কেন যে জাগে মোর মনে সংশয়?