ধুম্রজালে আটকা পড়েছে আমার জীবন
তা কি তুমি দেখো?
ওগো,তুমি বুঝলে না!
ধরণীর বুকে বহুবার হারিয়েছি পথ,
তা কি তুমি জানো?
পারো শুধু আমার সাথে অভিমান করিতে,
তুমি কি বুঝ না কতো কষ্ট হয় আমার বুকে?
এই তুমি দেখো,
এ যে সেই পথ যেখানে আমি হেটেছি অবিরত।
কি করে ভুলে যাব এই পথকে?
ওগো,তুমি কি চাও?
ছিন্ন করি মায়ার বাধন,
যাদের সাথে আছে আমার নাড়ির টান।
কি ভাবছে?
তোমার ভাবুক মন,
আকুল আগ্রহে জানতে চাওয়া আমার মন।
তুমি তো জানো এবং দেখো,
চিরচেনা মানুষেরা,
স্বার্থের জন্যে দিন দিন হয়ে যাচ্ছে অচেনা।
জীবন যুদ্ধে বহুবার থমকে দাঁড়িয়েছি,
আবারও করেছি চলা।
কেন,চলে যেতে চাও?
যেও না তুমি থাকো আমার পাশে,
আমার ভালোবাসা দিয়ে পূর্ণ করিব তোমার জীবনকে।