অঝোরে বৃষ্টি পড়ছে ঘরের চালাতে
মন পাখি মাতোয়ারা তাতে,
হাঁসের ছানাগুলো করছে খেলা জলে
জানালা দিয়ে যাচ্ছে দেখা ঘাটে।
কচুরী পানা হেলে-দোলে ভাসছে জলে
গাছেরা তাঁকিয়ে আছে মলিন মনে,
পাখিগুলোর হতাশায় কাটছে জীবন
গাছেরও ডালে নিজ নীড়ে।
এমনই এক বর্ষায় বারি বর্ষণের দিনে
কথা দিয়েছিলো সে আমাকে,
চিরদিন থাকবে আমারও পাশে
যতদিন থাকব দু'জনে এই ধরণীতে।
প্রতি বছরান্তে দিন যায় কতো দিন আসে
স্মৃতিগুলো বারবার ফিরে আসে,
কতো আশা ছিলো আমার তাঁকে নিয়ে
সব আশা আমার মিছে হলো বটে।
এ জীবন থেকে কতো কাল চলে গেলো
সমস্ত স্মৃতিগুলো রয়ে গেলো,
দু'হাত তুলে দোয়া করি সৃষ্টিকর্তার নিকটে
যেখানেই থাকে সে যেনো সুখে থাকে।