হে তরুণ
তুমি নতুন প্রজন্মের
আলোর ছটা।
তুমি দুর্বার,
তুমি রাত প্রহরী পাঞ্জেরী।
হে তরুণ
তোমার অপেক্ষায় বসে থাকে
সহস্র লোকে।
কেননা,
তুমি চলার পথের কান্ডারী।
হে তরুণ
তুমি সুইচ্চ সফেনের মাঝেও
ভেঙে পড় না।
কেননা,
তুমি দুর্গম পথের অবিচল নাবিক।
হে তরুণ
তুমি আজ নেশায় আক্রান্ত
ঘুমন্ত নাবিক।
পরাধীনতার গ্লানি,
তোমার অন্তরে বাসা বেঁধেছে।
হে তরুণ
তুমি ঘুম থেকে জাগ্রত হও
দূরন্ত পথিকের মতো।
তবেই মুক্ত হবো
বাকশালের লোহার জিঞ্জির থেকে।