গগনে কালো মেঘের ছায়া
তারি সাথে সাথে মেঘের ঘনঘটা,
শনশন শব্দের আনাগোনা
বারি বর্ষণে বর্ষার আগমনা।
মন যে আজ বড়ই উতলা
সাথে প্রকৃতির অপরুপ স্নিগ্ধতা,
প্রকৃতির যৌবনের স্রোতের টানে টানে
মন আজ পাগলপারা।
দলবেঁধে বালকেরা নেমেছে জলে
হৈ-হুল্লোড় করে।
দলবেঁধে বালকেরা উঠেছে মেতে
কাঁদার সহিত মাটি জল মেখে।
এই ঝরঝর বৃষ্টির উল্লাসে
মন আজ বড়ই উতলা তবে,
থাকিতে চায় না বদ্ধ কুঠরে
ছুটে যেতে চায় স্মৃতির পাতায় যে।
এই ঝরঝর বৃষ্টিতে মন চলে যায়
হারিয়ে যাওয়া শৈশবে,
কতো যে মধুর স্মৃতি আছে
এই ঋতু-রানী বর্ষাতে।
চাইলেও যে আর ফিরে পাব না
হারিয়ে যাওয়া শৈশবকে,
স্মৃতিগুলো তাড়না দেয় বুকে
এই ঝরঝর বারিধারা বর্ষার দিনে।