ব্যক্তিত্ব পূর্ণ ব্যক্তিকে চেনা যায়
তাঁর গুণগত কর্মে,
যে কর্মের মাঝে
বেঁচে থাকে সে অনবরত।
ব্যক্তিত্ব পূর্ণ ব্যক্তির
কর্মই যে তাঁর একমাত্র নেশা,
সমাজে তৈরী করে
প্রতিনিয়ত সৃজনশীলতা।
ব্যক্তিত্ব পূর্ণ ব্যক্তির কর্মে উপকৃত হয়
মানুষ ও প্রাণীকূল,
ব্যক্তিত্ব পূর্ণ ব্যক্তি বেঁচে থাকে
বহু লোকের অন্তরে।
সব লোকে গর্ব করে বলিবে
লোকটি ভালো ছিলো এ ধরণীতে,
এতেই তাঁর মঙ্গল হবে
এপারের ও ওপারের দেশে।